Web Mail
 
 

শহীদী মসজিদ

কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় যে ছোট মসজিদটিতে হযরত মাওলানা আতহার আলী (রহঃ) স্থায়ীভাবে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছিলেন সে মসজিদ থেকেই তাঁর জীবনের বিরাট কীর্তি সমূহের সূচনা হয়, সে গুলোর সংক্ষিপ্ত আলোচনা পূর্বে করা হয়েছে। একটি পূজা উপলক্ষ্যে স্থানীয় হিন্দু সম্প্রদায় উক্ত মসজিদের সম্মূখ দিয়ে বাদ্য বাজিয়ে মূর্তিসহ যাওয়ার প্রচেষ্টায় মুসল্লিরা বাধা দেন। ঐ সময় পুলিশের গুলিতে একাধিক মুসল্লী শহীদ হন। সে সময় থেকে এ মসজিদটি শহীদী মসজিদ নামে খ্যাতি লাভ করে।

 
 
 

Developed by ITBD SOFT